বিষাক্ত সাপ থেকে আপনার পরিবার ও খামার কে নিরাপদে রাখুন
বর্ষাকাল মানেই হাসপাতালে সাপে কাটা রোগী। বর্ষায় গর্তে পানি উঠে যায়। ফলে সাপ ডাঙ্গায়, শুকনো জায়গায় উঠে আসে। সাপ ও বিসাক্ত পোকামাকড় মূলত খাবারের উদ্দেশ্যে জনবসতির আশেপাশে অবস্থান করে। তাই সাপ থেকে বাঁচার জন্য সাপ প্রতিরোধক কার্বলিক এসিড বোতলটির ছিপি খুলে ভেতরে থাকা ওয়াসারটি ছিদ্র করে বাড়ি ও খামারের আশেপাশে রেখে দিন। এতে করে বিষাক্ত সাপ ও পোকামাকড় থেকে ঘর-বাড়ি নিরাপদে থাকবে।
কার্বলিক এসিড ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে ভিডিও টি দেখুন।
কার্বলিক এসিড কি সাপ তাড়াতে পারে?
কাবলিক এসিড একটি তীব্র গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ, সাপের দেহে জ্যাকপস নামক একটি অঙ্গ থাকে। যার মাধ্যমে সে বাতাসের সাথে মিশে আসা অনেক দূরের গন্ধ বুঝতে পারে। সে যে কোন জিনিসের গন্ধ বোঝার জন্য জিব্বা বাইরে বের করে বোঝার চেষ্টা করে। কার্বলিক এসিড রসায়নিক পদার্থ দ্বারা তৈরি। যার গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়ায়। কোনো সাপই এই এসিডের গন্ধ সহ্য করতে পারে না, তাই এটি ব্যাবহারে সাপ আর আসবে না।